একটু পর পর ভেজা ঘুম ভেঙে জেগে উঠছিল
ক্ষণ প্রভা
ক্ষণিকের সেই আলোক সভায় হাত ধরাধরি করে
দ্রুত পদ বিক্ষেপে
হেঁটে আসছিল এক উঠতি বয়সের প্রেমিক যুগল
প্রমত্তা পদ্মার দুর্বার স্রোতের মত আবেগ তাড়িত
কথার ঝাঁঝে ক্ষণে ক্ষণে উছলে পড়ছিল
মধ্য গ্রীষ্মের এক কৃষ্ণ পাথর খরতাপ
মাঝে মধ্যে যা ভিসুভিয়াসের উদগীরিত লাভার মত
হিরোশিমা, নাগাসাকিতে নিক্ষিপ্ত যমজ এটমের মত
বিস্ফোরিত হচ্ছিল
ঘৃণা, ক্ষোভ, হতাশা সব, সব এক সাথে জমে
কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছিল তা আমার
মত অকালকুষ্মাণ্ডের জানার কথা ছিল না
তবু
বুঝতে বাকি রইল না যে, কিছু একটা ঘটবে এই কুক্ষণে
একে অমাবশ্যা
তার উপর মেঘ গুঁড় গুঁড় কালনিশি
জন মানব ছায়া শূন্য  এক ঘরে সময়
সিদ্ধান্ত নিতে এক পলক দেরি করল না
কালবৈশাখী ঝড়
কর্তাদের বাড়ির সামনে যেখানে মিলেছে আমার তিন মাথা
ঠিক সেই খানে সদ্য কিশোর হওয়া কদমের শাখে
ওড়না পেঁচিয়ে ---
আর বলতে পারছি না আমি
আমারও তো একটি কাদা মাটির হৃদয় আছে
আর তার ভিতরে মুঠো মুঠো ভালোবাসা আছে ---!!