এখন আর কিছুতেই অবাক হই না
পোড়া চোখের সামনেই ফলবতী  মেঘ
চলে যায় চেরাপুঞ্জি
যখন তখন ডাকে নখদন্তহীন শার্দূল  
তড়িঘড়ি অমাবস্যা!


এখন আর কিছুতেই অবাক হই না
ইতল-বিতল পথের উপর পড়ে থাকে পথ
জন্ম জন্মান্তর
কেউ চেয়ে দেখে না
এক কল্প বছর!


এখন আর কিছুতেই অবাক হই না
চাঁদ-সুরুজ এক সাথে দোল খায়
মুখ দেখে একই আয়নায়
পেছনে পড়ে থাকে ইতিহাস
কেউ দেখে না!


এখন আর কিছুতেই অবাক হই না
আঙুলের ইশারায় ভেঙে যায় আট তলা আকাশ
সাগর ডুবে যায়
রুপোর কৌটায়
মাছ ডুবে না!  


এখন আর কিছুতেই অবাক হই না
বেওয়ারিশ জিন্দা লাশগুলো ফিরে আসে
আবারও শহীদ হতে চায়
সদর্পে ঘুরে বেড়ায় সময়ের ঘাতক
কেউ দেখেও দেখে না!!