ঘন ঘাসে ভরা বুকের ক্ষতটা শুকিয়ে গেছে প্রায়
ফিরেও এসেছি সেই ইট পাথরে
রোজকার মত চলছে অতুল মহড়া  
বেড়েই চলেছে ক্ষুরা রোগ, এ মনের আগা-গোঁড়া
পুরনো কাসুন্দি ক্ষণেক দেয়
আকুপ্রেশার থেরাপি
অতঃপর যেখানে ছিলাম, পড়ে থাকি সেখানেই  
কেউ সাথে নেই
এতো বড় আকাশে একলা এক চাঁদ
তার উপর বুকের ভেতর
অযাচিত কলঙ্কের দুঃসহ বোঝা
এক পেগ
দুই পেগ
তিন পেগ
ভুলিয়ে দিতে পারে না এ অনির্বাণ জ্বালা
হুঁশ ফিরলেই মনে পড়ে সব দাঁড়ি,কমা
আবার শুরু হয় চিনচিনে ব্যথা, শেষ হয় না
আকন্ঠ তৃষ্ণায় ফুরায় জল  
সাত সাগরে কুলায় না
তবু
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে
ভেজা টিস্যুর মত চকিত চাহনিতে
যদি আসে
কোন এক মৌসুমি বায়ু
তাড়িয়ে নিয়ে যায় এই অবাঞ্ছিত কালো মেঘ!!