মুখ থুবড়ে পড়ে আছে হঠাত ছিঁড়ে যাওয়া ঘুমের লোগো
বেশ কিছু দিন হয়
জোড়া তালিতে সায় দিচ্ছে না ক্রেডিট ব্যাল্যান্স
অংকের বড় বেশি মারপ্যাঁচ
হাভাতে মেডিসিন সময়
অনেক প্রয়োজন মিতালি পেতেছে ঝরা কাশফুল
ওপাড়ে ভরা যৌবন
ব্রহ্মপুত্র
এপাড়ে ভিজা বাসি হাত কর্কটক্রান্তি রেখা
মুখ চাওয়া চাওয়ি করে বনলতা
রা নেই
কেবল অনাহারি শাবকের পানে অসহায় চেয়ে থাকা
অকারণেই খিটখিটে এই ভাদ্র বেলা
পচা শামুকে কাটা পা
সর্ষে ফুলগুলো করে পরিহাস বেশুমার কাটা ছেঁড়া
নিন্দুকের পালে লেগেছে বাউরী বাতাস
পয়মন্তী সময়
হঠাত কেঁদে উঠে শিকড় ছেঁড়া নাগরিক জীবন
ছাঁটাই রোষে পরাস্ত
হঠাত ঝড়ে উপড়ে পড়া ফলন্ত বৃক্ষের মত
চাল,চুলাহীন কপর্দকশূন্য এই নগর
যে দিয়েছিল এতোটুকু মাথা গোঁজার ঠায়
সকাল-সন্ধ্যায়
কি জানি কী অন্নপাপে কেড়ে নিল সব, সব
লাল খামে মিটে গেল জীবনের সব লেনাদেনা
পড়া হল না প্রেমপত্র
এর আগেই শেষ দৃশ্যের অবতারণা!!