চোখ বন্ধ করে দেই ডুব  
লোকে বলে সময় সুড়ঙ্গ
কত বছর আগে আছি এখন
সঠিক জানি না
তবে এতোটুকু বলতে পারি
খুব ভাল আছি সাহেব
খুব ভাল আছি ম্যাম
অন্তত
এই গ্রাম থেকে শহর
ব্র্যাকেট বন্দী জীবন
রিং টোন
যতি চিহ্নের উপর যতি চিহ্ন
নেই ।


সাবলীল হেঁটে চলেছি পথ
কোন বিরাম চিহ্ন নেই
কোন অজানা শংকা নেই
আঁধার রাতের ভয় নেই
ভেজাল
ফরমালিন
আর্সেনিক
ইয়াবাবা
উনারাও নেই    
সাতদিন পর পর ডাকপিয়ন আসে
ঝোলা ভর্তি আবেগ
আনন্দ অশ্রুর বন্যায় স্বর্গের হয় পরাজয়  
নাতিশীতোষ্ণ গেরুয়া নক্ষত্রমণ্ডল
উষ্ণতার কোন অভাব নেই  
শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা উনারাও
সবাই আছেন
পাল তোলা নাও তিনিও!!