আজ তোমার কি এমন হয়েছে শিশিরকণা
গেল দুইশত বছরে তোমাকে অমন করে  
হাসতে দেখেনি কেউ
জানি একটু পরেই ছুটে আসবে ডাকাত রোদ
দুষ্ট চিলের মত ছোঁ মেরে নিয়ে যাবে তোমাকে
একলা পড়ে থাকব আমি
একলা পড়ে থাকবে আমার অগুনতি সময়
উঠোনের দুপাশে সারি সারি সুপারি গাছ তাদেরও
ঘিরে ধরবে ছোপ ছোপ শুন্যতা
আমার কথা না হয় ময়লার ঝুড়িতে
জায়গা খুঁজে নেবে  
একবার ভেবেছ কি ওদের কে সান্ত্বনা দেবে?
এই অজানা আনকোরা সাগরের চুম্বক আবেশে
এতো যে দুর্নিবার উপটান
এক নিমিষেই তুমি ভুলে গেছ সকল পিছুটান
দিবালোকের মতো আমার স্পষ্ট মনে আছে
তোমার সকল অমৃতবচন
আমার নতুন বইয়ের মোড়ক উন্মোচন
নিমগাছটা প্রতিদিন কয়টা পাতার জন্ম দেয়
সব ভুলে ভেসে চলেছ প্রবল জোয়ারের জলে
একবারও মনে হয়নি কবুতরের খোপ বলে
কিছু একটা তোমার ছিল!!