মনে রেখো একদিন আমিও ছিলাম এই জমাট বাসরে
আমারও
দুটি নতুন কুঁড়ির স্বপ্ন ছিল
স্বপ্ন বোনার চাঁদ বুড়ি সেও ছিল
চৌচালা ঘরের পাটাতনে
যেখানে সেখানে উপচে পড়া ভালোবাসাও ছিল
সেকথা তোমার চোখের দিকে না তাকিয়েই
যে কেউ বলে দিতে পারত
মনে নেই তোমার, একদিন সুপারমুন, তুমি, আমি
এক আকাশে একই আলোর ভরা জলসায়
মেতে উঠেছিলাম হালকা বাতাসে
কাকবন্ধ্যা চাঁদের হিংসের কোন অবধি ছিল না
তোমার গাল ভরা পানের পিকে লাল ঠোঁট
আরও লাল দেখাচ্ছিল
আর এদিকে মৌ লোভী মাছির ভয়ে আমার
অন্তরাত্মা বেতস পাতার মত কাঁপছিল
তবু
এক সময় তারাদের নৃত্য গানে জমে গেল সরোদ আসর
সবশেষে তোমার উর্বশী দ্যোতনায়
রাতারাতি তারকা খ্যাতি পেয়ে বদলে গেলে তুমি,
এক সুউচ্চ ডায়মণ্ড শিখর
আর এই আমি
বোঁটা খসা অকালপক্ক ফলের মত ঝরে গেলাম
স্বর্গ থেকে পতন হল আমার  
এখন কোথায় আছি, কি নেই নিজেই জানি না
হাই ব্লাড প্রেসারের সাথে নতুন যোগ দিয়েছে ডায়াবেটিস
একটা বেহায়া ব্যাকপেইন আগে থেকেই সঙ্গী ছিল
শুনে খুশি হবে কিনা জানি না  
এ ছাড়া আর কাউকে সাথী হিসাবে কবুল করার মত
উদ্ধত এই কাঁচ মনে একটি বারের জন্যও স্থান দেইনি
এখনও
সকাল-দুপুর-সন্ধ্যায় প্রার্থনালয়ে যাই
তোমার চাঁদমুখ ভেসে উঠে এই ভাঙা মনের মন্দিরে
সতত আরতি জানাই তোমার তরে!!