আর কতদূর চলে যেতে চাও, কতদূর
লাগামহীন বুনো ঘোড়া
মনে রেখো  
শতবর্ষী দরজার চৌকাঠ  
আপাদমস্তক ভাঙা পুকুরঘাট  
আর নারকেলের শেষ ছায়াটা  
যেখানে খুঁজে পেয়েছে
বটতলার প্রেম, সেই অবধি তুমি
যেতে পার হে উচাটন বন্দি মন
এই তোমার দুর্গম রাজত্বের পরিসীমা
আজন্ম জঙ্গম
যদি বড় একা লাগে,বিষণ্ণতা ঘিরে ধরে
সাথী করে নিতে পার অবোধ মনন
সদ্য পোড়া কালো মেঘ
আর
নিজেকে পোড়াতে ভালোবাসে যে আজীবন
সেই জ্বলন্ত সিগারেট!
না হয় এই কামরূপ সময়  
অর্ধ চন্দ্র দিয়ে দেখে নিবে তোমার
সাত পুরুষের ভিটা
গণকবর থেকে তুলে আনবে জীবাশ্ম
তারচেয়ে বাপু সচেতনে হোক
কিংবা
অবচেতনে
কোমায় চলে যাও
বেঁচে থাক এই চাপরাশি মন!!