তোমার এক আঁচড়েই ভেঙে যাব
অমন মোমের পুতুল আমি নই
বড় শক্ত ধাতুতে গড়া ক্যালকুলাস
একদিন সব ছিল
রুপালি জোসনায় ভিজার গল্প
পানকৌড়ির মত ডুব সাঁতার
হংস মিথুনানন্দ
এক ফুতকারেই নিবে গেল সব বাতি
আচম্বিতে নেমে এলো আঁধার রাতি
আমিও কম না  
আমিও গুনে রেখেছি আঙুলের গিঁট
কনিষ্ঠা থেকে বৃদ্ধাঙ্গুলি
এখনও উঠাইনি শপথের কালিঘাট  
ধরে রেখেছি শক্ত করে  
উড়ন্ত সময়
ঘুড়ির মত যত দূরে খুশি যাও
শুধু মনে রেখো
আমারও আছে লাটাই
একবার সুতোয় টান পড়িলে
তোমার কথা ভেবে আমার খুব কষ্ট হয়
এখনও ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনেই
যাত্রী সবার গোছগাছ শেষ
সাদা নিশান উড়িয়েছে স্টেশন মাস্টার
আর
আমি এখনও রয়েছি দু’হাত বাড়ায়ে!!