যতটা শক্ত করে ধরে রাখা যায়
ঠিক ততটাই
ধরে রেখেছিলাম তিন সুতো রড  
কে জানত নিকটেই ছিল ত্রিকালদর্শী মরীচিকা
ঘুণ পোকার মত স্লো পয়জনিং
কখন দু’হাতের বাঁধন কেটে চলে গেল
রথকলা,
একদমই টের পাইনি
বধ্যভূমির চিরজাগ্রত আমজনতা  
সব বুঝে নিয়েছিল
আর
জ্যান্ত ফসিল নামক বুদ্ধিমানেরা গিলছে  
বড় বড় হিসেবী টোপ
জ্ঞাতসারে হোক
কিংবা
অজ্ঞাতসারে
প্রজ্ঞা ও সজ্ঞার দিয়েছে অকালদর্শী চির বিসর্জন  
এখন
এক হা মুখ
বর্জ্য-বাতাসের আনাগোনা
কংস মামা
রাত-বিরাত বুঝি না
পড়ে থাকি জবুথবু একলা
মুহূর্তের পর মুহূর্ত কেঁদে ভাসায় এক সাগর বুক
আমার কিছু আসে যায় না!!