এই তো বসেছে চাঁদের হাট
দশমী চাঁদ বেলা
সমানে আছড়ে পড়ছে পাহাড় সমান কচি ঢেউ
যে যেমন করে পারছে কুঁড়িয়ে নিচ্ছে
সুকুমার রঙ
পাড়াতলীর ঝর্ণা
এখানে অর্থহীন বিশ্বাসের নুড়ি পাথর
কাচকুরা
এখানে কথা বলে বুকের সাথে বুক
জলের তলে ঘুমায় পায়রা
নক্ষত্রের আলোয় কবিতা লেখে বিরূপাক্ষ চাঁদ
আলোকেশী আকাশ সযত্নে বিছিয়ে দেয়
লাল নীল কোর্তা
মানুষ দরদী হয় মানুষ
নীরবে স্বর্গ এসে বিলিয়ে যায় সুখের বারতা!!