পায়ে পায়ে প্যাডেল ঘুরে, সারা গায়ে সূর্যের লাল
তবু তোমায় মনে পড়ে, একা একা আর কতকাল।


বাম হাতে লেখা তোমার প্রথম কাঁচা চিঠি খানি
আজও আমার বইয়ের পাতায় ঘুমিয়ে আছে জানি।


আমি অহন ঢাহার শহরে জানো কত গাড়ী ঘোড়া
মেজাজ আমার ঠিক থাকে না পার্কে দেখি জোড়া।


কত জনে গলায় গলায় প্রেম পিরীতি কইরা বেড়ায়
তাই না দেখে পরান পাখি তোমার কাছে উইড়া যায়।


এই দেশে রাত নাই দিন নাই মানুষ আছে পরান নাই
তোমার মত মায়া নাই মমতা নাই শুধু আছে খাই খাই।


ভাল আছি ভাল নেই তোমার এই না ঢাহার শহরে
বাতাসটা ব্যাটা গন্ধ করে, পিপ পিপ করে কর্ণ কুহরে।