রোজ রাতেই কেউ একজন আসে সন্তর্পণে
আসে আবার যায়
যায় আবার আসে
বিড়াল পায়, জেগে উঠে দুধেল গাই, বসে থাকে
দুধরাজের প্রতীক্ষায়,
সাপে কাটা রোগীর মত ছটফট করতে থাকে  
অনাহারী স্তনের বোঁটা,
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকের পরওয়া নেই
কেবলই আলো-অন্ধকার জলের খেলা
জল-জংগলের ইন্দ্রধনুর মহাকাব্যিক পথ চলা
বৃষ্টির পর বৃষ্টি নামে
ঐতেরেয় আরণ্যক
মনোযোগী চাষে কিষাণীর মনোযোগ আরও বেড়ে যায়,
পত্র পুষ্প পল্লবে আনে নবীন সজীবতা
জোয়ারের জলের মত
বাঁধনহারা,
এদিকে পঙ্গু সখিনার বাপ  
অপলকে তাকিয়ে দেখে অশরীরী আত্মার উঠানামা
বাঁশ বেঁয়ে উঠানামা করা বানরের মত,  
শুধু বুঝতে পারে না
যাদব বাবুর চলিত নিয়মের মারপ্যাচ!  
শেকড় বিহীন বৃক্ষের মত পিঠের সাথে লেগে থাকে পিঠ,
যে মুখে একসময় খই ফুটত
সে মুখে এখন চাইনিজ তালা,  
এখানে জীবন কবুতরের বিষ্ঠার মতন  
পরতে পরতে লিমেরিক বলে কথা
তাবত পৃথিবীর সব কবি এখানে নিরব,
যেখানে জীবনের মূল্যে জীবন চলে
সেখানে অর্থহীন এ কবিতা----!!