মাইনাস করো প্লাস করো আমি আমার মত
চলতি পথে এমন রসিক পাবেই তুমি কত!


রূপে তোমার সোনার গতর উছলে উছলে পড়ে
তাই না দেখে কুকুর বিড়াল শুধুই ভিড় করে!


রোজ নিশিতে তোমার চাই কত তারার মেলা
আমিও যে পথের বাউল পথেই কাটে বেলা!


খাল নেই, বিল নেই, নদী নেই, সাগর সরু রেখা
রাত যায়, দিন যায়, কোথাও নেই তোমার দেখা!


এমনি করে মনের খবর কেমনে রাখে কোন মহাজন
ভাবের সওদা কিনতে হলে, চিনে নিও নিজের মন!!