এখনও অবিশ্বাস করতে কেন জানি সায় দেয় না
ইতর কাঁচ;
হয়ত কোন একদিন শীতল ঝরনার হাত ধরে নেমে আসবে
ভাঙা চাঁদের পাহাড়!
আর
ফিরে এসেই উনুনের জলে চাল দিবে---
হয়ত আবার বসবে জামতলায় জারুল বসন্তের হাট  
মুখোমুখি বসিবার,
আনকোরা পদ্মার, বারোয়ারি কালিঘাট!
আর
তাতেই যদি
দুকূল ছাপিয়ে উপছে পড়ে কালের নদী
আবডালে বসে থেকে মালা গাঁথে সৈকতের প্রবাল ;
আমি একটুও অবাক হব না!