সেদিন দিনের আগেই নেমে এসেছিল একহাত রাত
কেউ জানতো না কাঁহাতক
কেউ জানতো না আজ রোজ কিয়ামাত!


কেউ জানতো না অবুঝ কালের পুতুল
চিকন সুতোর গীত
স্বর্গ থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছিলো,
করুণ শোক  সংগীত!
সেদিনের সেই বেবুঝ সময়, আজও ফিরে ফিরে আসে
ত্যাগ নয়, তিতিক্ষা নয়, একতা নয়, ঐক্য নয়
তারা আজো কেবল তাজিয়া ভালোবাসে!


এখনও কাঁদে ফোরাতের জল.....
আজও সদর্পে ঘুরে বেড়ায়, পাপিষ্ঠ সীমারের দল  
সত্য ও ন্যায়ের পাথর বাটি আজও পড়ে আছে হীনবল!
এখনও বেঁচে আছে ফেরাউনের প্রেতাত্মা,
কামলেওয়ালারা কই....?
এখনও জবরদস্তি সূর্য উঠে, অবাক তাকিয়ে রই!
-----------------------