চুপি চুপি এসেছিল লেটুস পাতা, বলে গেল, চুপ--চুপ!
একদিন যা দেখোনি,
কোনদিন যা শোননি,
সেই শিকলে বাঁধা আজ এই ধূপছায়া সন্ধ্যা!
কাতর আকুতি ঝরে পড়ে, মহাশ্রাবণের ঢল নামে রমণীর পদতলে,  
উলুবনে পুড়ে মরে তামাশার কুলকানি,
তবু জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে অপয়া এক রমণী!
আড় চোখে তাকায় চাঁদ, জানে না কারে খুঁজে এই শিশু রাত,  
পকেট ডিকশনারি!  
একদিন থেমে যাবে কলের গান,
কামরাঙার বুটিক, সেই ক্ষণে ভেসে আসে দরবেশ সঠিক,
উল্লাসে মেতে থাকে অবোধ, গায় জীবনের জয়গান,
বেহিসেবী যত কচুপাতার জল
যত শিশিরের ধূলিকণা
সব মাতে, একসাথে -----!!