এতো যে ডাকল সজল মেঘ
এতো যে ডাকল কাহিনী কাব্য ভোর
তবু তোমার কেন যে
এতো---- ঢাক ঢাক গুড় গুড় ---!


অতঃপর  
সেই তো জেগে উঠলেই, আলবেলা --- সেই তো,
সিথানে তুলে রাখলে
এক পৃথিবী ঘুম,  
পাশ ফিরে অনাথিনী পুঁথি গাজী-কালু,  
দিয়ে গেলো বেলোয়ারী চুম!  


দেখো, এখনও রজনী কেমন করে তাকিয়ে আছে
সজনী,
অগোছালো কুন্তলের কুহকিনী খেলা,  
দেখো, সকাল গড়িয়ে
বিকেলের ঢেউ ---
সোনা রঙ কালজিরার এই যে মেলা,  
দেখো, কেমন করে আছড়ে পড়ছে
তোমার আলতা রাঙা পায়,
এখনও কেমন ভেসে আসছে মৃগনাভি;
তোমার সেই হিজলতলীর গাঁয়!!      


জলছবির মতন, আজি হেমন্তের এই যে আয়োজন  
খুঁজে ফিরে নিখোঁজ জারী-সারী,  
ক্ষ্যাপা বাউলের একতারা!
ঠিক যেন তোমার-আমার নিরুদ্দেশ প্রেম
এক আকাশের জলরঙ মাটি
দুটি অবরুদ্ধ ধ্রুবতারা!!