সেদিন ------
কতো কিছু বলতে চেয়েছিলাম,
কতো-- কিছু,
অথচ কিছুই বলা হল না!
যেদিন রাংসার ধারে সূর্য ডুবেছিল
আর
তোমার টোল পড়া গালের ভেতর
আনকোরা আমলকীর বান ডেকেছিল!


জানো, নদীর অসভ্য ঢেউয়ের মত
আমারও অনেক কিছু বলার ছিল,
এক যুগ পর প্রগলভ হতে চেয়েছিলাম!
অথচ কিছুই বলা হল না;
নীরবেই কেটে গেল
তোমার হাত ঘড়ির সাইকাস সময়!


সব পাখি ফিরে গেল নীড়ে,
সেই সাথে তুমিও !
তখন একলা আমি
আর
আমার প্রিয়তমা রাংসা,
জমিয়ে দিয়েছিলাম মহাকালের প্রবাহ !
আমি জল চেয়েছিলাম,
ও দিতে পারেনি বলে
কেঁদে ছিল,
তবে জলের বদলে
বল দিয়েছিল;
তাও বা একেবারে কম কিসে?
সেদ্ধ মহাপুরুষের মত পাশে দাঁড়িয়েছিল!  
অতঃপর
দু’চোখের জলে আমার চিতার আগুন
এক নিমিষেই নিবিয়ে দিল!