যে জলের ভিতর
কাল সারাদিন হালকা মেঘের আনাগোনা,  
সেই জলে আজ কেবলই বিনে সুতোর জাল বোনা;  
এক আধুলি সময় পর পর
স্বর্গের মতোন দুই নীড়ে,  
সকল  
আসমান ভাঙা জোসনা, গড়িয়ে গড়িয়ে পড়ে!


এমনি যদি হয় মায়ার বাঁধন
ঐন্দ্রজালিক মুগ্ধতা,
সকালের কাঁচা সোনা রোদ
দেখো
একদিন বেজে উঠবেই দোয়েল সরোদ!


রাত পোহালেই যদি দেখি পানকৌড়ির জল খেলা
ভেজা শিশিরের উদোম উচ্ছ্বাস,  
তবে না হয়
ইচ্ছে মত খেলব কানামাছি খেলা!

বারান্দার কার্নিশে ঝুলিয়ে রাখব কবুতরি প্রেম,
আর  
ছুঁড়ে ফেলে দেব
নাগরিক জনমের এই খড় বিচালির নকল ফ্রেম!!