যখন ত্রি মাত্রার স্বরবর্ণ শ্রাবণের জলের মত
দ্রুত পদ বিক্ষেপে হেঁটে আসছিল,  
হেঁটে আসছিল তিন উল্কা সময়, ঠিক তখনই
স্ট্যাচু অব লিবার্টির মত
গর্বিত চরণে দাঁড়িয়ে রইল
আমার প্রিয়তমা কী-বোর্ড  
এক বেসমজদার আনফ্রেন্ড গার্ল!


কেউ কিছু জানার আগেই
দলে দলে ভিড় করছিল অতিথি পাখি;
সেই সাথে
আমার হাই তোলা নীরব দুপুর সেও  
সবাই অবাক তাকিয়ে দেখল
কীর্তিনাশার খেলা;
কেবল আমি
আর
সুদর্শন কুয়াশার কাছে সতীত্ব হারানো
সদ্য বিধবা এক ফালি রোদ্দুর
তিন যুগ আগের একটি পুরাতন ভাঙা আরশিতে
তোমাকে খুঁজছিলাম!


অতঃপর ভাঙা রাজপথে হাঁটতে হাঁটতে কখন যে
একা হয়ে গেলাম
টের পাইনি,
বানিয়ে বানিয়ে অনেক কিছু বললাম---
জাগল না ইট-সুরকি বোধ!!