এই তো সেদিন, কে জানি জানতে চেয়েছিলো,
কেমন আছি? খানিকক্ষণ চুপ মেরেছিলাম,
চুপ মেরেছিলাম,  
কিছুটা ঘাতক সময়!
অতঃপর
আকাশের দিকে মুখ তুলে ক্ষণেক তাকিয়ে থেকে  
খুব চেষ্টা করেছিলাম অন্ততঃ ভদ্রতার খাতির করি,
মিথ্যে করেই বলে দেই, ভাল আছি!
বেশ জমেছিলো আপনার সাথে আপনার স্নায়ু যুদ্ধ!
একবার মনে হয়েছিলো,  
সোভিয়েতের যুগ ফিরে আসলো বুঝি!  
এক আধুলি সময় ধরে চলা টান টান উত্তেজনার
অবশেষে পরিসমাপ্তি ঘটলো;
অবশেষে নৈরাশ্যবাদেরই জয় হলো, পিরামিড বুক
কোনোমতেই বলতে পারল না, আমি ভাল আছি!
তুমি ভেবো না, কাহিনীটি এখানেই শেষ হলো--
আরও চমক আছে, আছে আরশোলার ভয়;
এতোদিনে বুঝতে পারলাম, মোগলের সাথে বসবাস
করা এতো সহজ নয়!