থেমে আছে ফাগুন দিন, থেমে আছে
চেনা পথ-ঘাট; তবু ঘটনা থেমে নেই,
থেমে নেই বালু-ঘাট;
এই জীবনের যন্তর-মন্তর, আর তান্ত্রিক
কবিতার পাঠ!  


সকাল গড়িয়ে যায়, বিকেলের কালশিটে জমে থাকে
অবোধ স্নায়ুতন্ত্রের ভেতর, তবু কোনোরকমে  
কেটে যায় ধূলি ধূসর সন্ধ্যা-রাত;    
অতঃপর রাতও গড়িয়ে যায়, একলা পড়ে থাকে
দশ চক্রে ঈশ্বর ভূত,
কেবল হাসে না শিমুল-পলাশের রাঙা  ঠোঁট!  


চেয়ে আছি অনিমেষ, দশ দিকের শেষ,
কোথায় আছো ঘুম ভাঙার ঘুম?  
নিয়ে এসো কামিনী বাতাস, দিয়ে যাও কাপালিক চুম;
এতোটুকু---------- ফাগুন দিন,
হউক না রঙিন--- ইঁদুর কপালে পঙ্গপাল দিন!!