ভোঁ দৌড় দিয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিল একঘটি জলরঙ,  
জোয়ার তখন তুঙ্গে! পারেনি।
মিশে গেলেই পারতো! তবে সে ভুল করেনি।


ইতিহাসের পাতা খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে গেল আলকাতরা রং,
পাদানিতে খসখসে বেজায় শরম! কিছুই পায়নি।  
তবে সে ঠিক করেনি।


যে গোলাপের কাঁটা বিঁধে আছে গায়, তা উপড়ে ফেলতে দোষ কী?
প্রেমপত্র লিখে ছিঁড়ে ফেলেছে বাসন্তী!
তাতেই বা দোষ কী?


কারক আছে। সমাস আছে।
লিংগান্তর না থাকলে ক্ষতি কী?