আম আদমি জিতে গেছে। আগেও একবার জিতে ছিলো।
আজ হোক, কাল হোক তারা আবার জিতবেই।  
জনগণ ভুল করে না। ক্ষমতাসীন ভুল করে।


সময় এখনও গ্রাম ছেড়ে চলে যায়নি।
সজনে গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে।
আমজনতার কোনো কাজ নেই। এমনি তাকিয়ে আছে।


অন্ধকার দেখতে কার ভাল লাগে? সবাই সূর্যের প্রতীক্ষা করে।
যে কোনো দিন পথের উপর পথ শুয়ে পড়তে পারে।
কেউ বলতে পারে না। তখন কী হবে?


চৌদ্দ হাজার মুরগির বাচ্চা পুড়ে মরল। কেউ দায়িত্ব নিলো না।
কেউ বলতে পারলো না ওদের কী অপরাধ ছিলো।
জন্মের আগেই শিশুটি পুড়ে মরলো। কেউ দেখেনি।
আরজনমে রাজনীতিবিদ হতে চায় না।
তাঁর দু’চোখে  এক ফোঁটা জল নেই। ঘৃনা আছে।


রাজপথ গিলে খেয়েছে বিষণ্ণতা। তার ক্ষুধা লেগেছিল।
আলসার সারানো যায়নি। ডাক্তার নেই।
বত্রিশ জন মারা গেল। ডাক্তার ছিলো।
ন্যাড়া বেল তলায় কেন বার বার যায়? কেউ জানে না।
দুই দিন পর আর কেউ মনে রাখে না। জবাবদিহিতা নেই।


কারা জানি চিঠি লিখেছিল। ডাকে দেওয়ার আগেই ফেরত এসেছে।
প্রাপক নেই। কেউ বলতে পারে না সে কোথায় গেছে।
তারা দলকানা নয়। বিরাট অপরাধ করে ফেলেছে।


পাহাড়টি অনেক উঁচু। তবে স্লোলাইন আছে। ট্রি লাইনও আছে।
পোড়া কয়লা চরমপত্র দিয়ে রেখেছে।
তোরা দেশ ছাড়। নইলে আমি আগুন হব।