বাসন্তী রঙ শাড়িটা তোমাকে খুব মানিয়েছে।  কোথায় যাবে?
পার্কে? ককটেল ফাটে যে।
আচ্ছা বসন্তকে ধরে এনে কারাগারে আটকে রাখা যায় না?
খুব যায়। বেশ । তাহলে তো ভাড়াটিয়া কৃষ্ণচূড়া  আনতে হবে।
কোনো সমস্যা নেই। আমরা সব পারি।


কাল পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস হয়নি তো?
কে জানি পেয়েছে। ফেসবুকে আছে।
যারা পায়নি তাদের কী হবে?  
সবাইকেই দিয়ে দিতে হবে। তাহলেই সাম্য প্রতিষ্ঠিত হবে।


হঠাত মিলাদ দিলে যে? কাল ঢাকা যেতে হবে।
কখন কি হয়ে যায় কে বলতে পারে?
শুনেছি পেট্রোল বোমার পাখা আছে। সে উড়ে আসে।
তাহলে ঘরে বসে থাক। কী লাভ তাতে? জীবন তো থেমে থাকে না।  


তোমাকে দেখলেই খুব ভালোবাসতে ইচ্ছে করে।
কোনো সমস্যা নেই। কিনবে নাকি?
জানো না! এখন যেখানে-সেখানে ভালোবাসা কিনতে পাওয়া যায়।
আচ্ছা, বলতে পারো, ভালোবাসা কতো প্রকার? তা পারি না।
তবে জানি, রাজনৈতিক ভালোবাসার কদর কমে গেছে।


এক পাগল রাস্তা দিয়ে যেতে যেতে সমানে চিৎকার করছে,
জনগণ কি গরু না ছাগল? নাকি ফুটবল?
কেউ জবাব দেয়নি। পাগলে কি না বলে!
তারা পাশা খেলার নাম শুনেনি। দাবার গুঁটির নাম শুনেছে।


একটা প্রশ্নপত্র তৈরি করা দরকার। জাতির বিবেক।
কেউ আগ্রহ দেখালো না। সে নাকি মরে গেছে।
আমি মানতে পারিনি। সে মরতে পারে না। অবশ্যই বেঁচে আছে।