কবিতা পাশ দিয়ে হেঁটে গেলো। সবাই সালাম জানালো।
যে কোনোদিন এই চন্দ্র পৃষ্টে পা রাখেনি; সেও আড় নয়নে চেয়ে দেখলো।
ক্ষণিকেই তারার মিছিল ধরাধামে নেমে এলো।
কবিতা হাত নাড়িয়ে সবাইকে কৃতজ্ঞতা জানালো।


কিছুক্ষণ পরে কবিও সেই একই পথ দিয়ে হেঁটে গেলো।
তাঁকে কেউ চিনতে পারলো না। সবাই পাশ কাটিয়ে চলে গেলো।
কেউ কিছু বললো না। কবিও কিছু বললেন না।
আকাশ থেকে দু’একটি ধূমকেতু খসে পড়লো।


এতেই কবি সান্ত্বনা পেলো। বৈষম্য তাঁকে ছুঁতে পারলো না।