এমন একটা সময় ছিলো, যখন তোমাকে ছাড়া
আমার ঘরে ফেরার কথা ভাবাই যেতো না;  
তখন তোমাকে দেখলেই অনেক বেশি নিরাপদ বোধ করতাম!
অথচ এই ক’বছরে এমন কী হয়েছে যে, এখন
তোমাকে দেখলেই আমার চড়ুই বুকে কাঁপন জাগে,  
যেন বিক্ষুব্ধ সমুদ্রের পাহাড় সমান সব ঢেউ একসাথে  
এসে পথ আগলে দাঁড়ায়;  
আমি স্বাভাবিক পথ চলতে পারি না  
কোন এক অজানা আশংকায় পায়ের নিচের মাটিসহ
আমি কাঁপতে থাকি!
চোখের পাতায় সাঁই করে নেমে আসে
লোহার শিকে বাঁধা পিছমোড়া অন্ধকার!
রাত নেই, দিন নেই  পথ চলতি পথে, পথ বিষম খায়;
আর অন্ধকারে বোবা জমিনের উপর পড়ে থাকে
মৃত কালের চিৎকার!    


এই যে চশমা ঘরের চশমা, বলো কেনো অমন হলো?
বলো, কেমন করে  বিশ্বাসের ভিতটি সমূলে উপড়ে গেলো
কেনো একটু একটু করে গড়ে উঠলো
ভয়, আতংক আর অবিশ্বাসের ছায়া-শ্বাপদ!  


মনে রেখো, শোক যেমন করে শক্তিতে রূপান্তরিত হয়,  
ভালোবাসাও তেমনি; এক সময় বারুদে রূপান্তরিত হয়!
তুমি কেবল আমার ভালোবাসাই দেখেছ
আমার ঘৃণা দেখোনি!!