জলজ্যান্ত দিনটা কেমন করে রাত হয়ে গেলো
নেমে এলো দু’চোখ বুজা অন্ধকার; কেউ টের পেলো না।
কেউ বিস্মিতও হলো না।
এখন সবকিছু এমনি হয়!  


নীল আকাশটা দেখতে দেখতেই কালো মেঘে ছেয়ে গেলো
নিভে গেলো অলৌকিক বাতিঘরের আলো  
এবারও কেউ বিস্মিতও হলো না।
এখন সবকিছু এমনি হয়!


গাছ থেকে পাথর পড়ে, নুড়ি থেকে ফুল
সবাই দেদারছে কুড়িয়ে নেয়
একবারও ভাবে না একি ফুল, নাকি ভুল!  
জীবনের দামে জীবন কিনে নেয়
ভাবা-ভাবির এতো ফুরসৎ নেই
সবাই জানে
আচমকা থেমে যাবে সবকিছু; তবু থেমে থাকে না
জলপতন।
তবু কাটে না ঘোর;
তবু কেউ বিস্মিত হয় না
এখন সবকিছু এমনি হয়!!