সময়ের কার্নিশে ঝুলে আছি, ঝুলে আছি!
অনেকটা নিজের অজ্ঞাতসারেই  
দুই পা সামনে বাড়লে এক পা পিছনে দেই
দুই পা পেছনে আসলে এক পা সামনে দেই
ষোল গুটির বৃত্তে জীবন বন্দি হয়ে আছি!  


মাঝ পথে দাঁড়িয়ে এখনও খুঁজে ফিরছি
পথের ঠিকানা, কী পেয়েছি কী পাইনি;
সে হিসেবও কখনও রাখিনি, হেরে গেছি, না
জিতে গেছি তাও জানি না! পথ সেও কিছু বলে না!  
কেবল জোয়াল কাঁধে বয়ে চলেছি, সময়ের
এফোঁড়-ওফোঁড়!
চোখ থাকতে চোখের মর্যাদা দেইনি
দাঁত থাকতে দাঁতের মর্যাদাও দেইনি
দিনে দিনে কেবল বেড়েই চলেছে
বৃষ্টির ফোঁটায় বিনির্মিত জীবনের জলছাপ!


মাঝে মাঝে ভাবতে থাকি জীবনের একটা
সংজ্ঞা নির্ধারণ করা বড়ো দরকার,
পথের উপর পথ থমকে দাঁড়িয়ে আছে
দাঁড়িয়ে থাকে শতজনমের কপাল পোড়া
দিন-রাত!! দিন যায়, মাস যায়, বছর যায়;
শেষ পর্যন্ত জীবনের সংজ্ঞা নিরূপণ করা হয় না
তবু জীবন থেমে থাকে না, থেমে থাকে না  
সে চলতে থাকে তার নিজের মতো---!!