পথ যেমন করে চলে যায়
চলতে চলতে কোনো এক ঠিকানায় থেমে যায়!
নদী যেমন করে চলে যায়  
চলতে চলতে কোনো এক মোহনায় মিশে যায়!
কচুপাতার পানি যেমন করে গড়িয়ে যায়  
যেতে যেতে এক সময় হারিয়ে যায়!  
জীবনও তেমনি; জন্ম থেকে সে চলা শুরু করে,
অতঃপর
চলতেই থাকে,
বিরামহীন!
সোজা পথ হউক
বাঁকা পথ হউক
বন্ধুর পথ হউক
সে থেমে থাকে না; সে চলতেই থাকে!
চলতে চলতেই কোনো এক ঘাঁটিতে এসে সেও থেমে যায়!


পৃথিবী যেমন ছিলো, তেমনি থাকে
তার কোনো পরিবর্তনই হয় না,
পথ তখনও চলতেই থাকে
বাতাস তখনও বইতেই থাকে
কচুপাতার পানিও তেমনি গড়িয়ে যেতেই থাকে
কেবল যে জীবন চলে যায়, সে আর ফিরে আসে না!!
সবকিছুই থাকে আগের মতো, সে আর ফিরে আসে না!!  
আর ফিরে আসে না-----!!