কবি আজ ঢাকায়, কিছুক্ষণ পূর্বে এয়ারপোর্ট এসে পৌঁছেছেন,
সেখানে আগে থেকেই উৎসুক চোখে দাঁড়িয়ে ছিলো পহেলা বৈশাখ;
বাঙ্গালির প্রাণের নিত্যানন্দ!
আজ কবিতার চোখে শুধুই আনন্দ
নতুন বছরের আনন্দ
নতুন পোশাকের আনন্দ
আত্নীয় পরিজনের সাথে মিলনের আনন্দ
সর্বোপরি নিজস্ব সংস্কৃতির জলে সিনান করার আনন্দ!  


আজ কোনো কালবৈশাখী নেই
আজ কোনো পঙ্কিলতা নেই
আজ কোনো ছাইপাঁশ ভাবনা নেই
কেবল নতুন দিনের স্বপ্ন আছে
কেবল সোনালি ভোরের প্রত্যাশা আছে--!!