সবাই কবিকে খুঁজছে, কবিতাও; দিনভর খোঁজাখুঁজি!
কবি কোথাও নেই!
কবিতার আসরেও নেই!
ফেসবুকেও নেই!
তাহলে কবি কোথায় আছেন?
ডুব সাঁতারে লিখছেন নাকি নববর্ষের কোনো নতুন কবিতা?
শব্দের মায়াজালে কাঁদছে নাকি কোনো বন্দি ষোড়শী?
নাকি কোনো কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে দোতলা টিনের ঘর?
নাকি কবিপত্নী কবিতার ভার সইতে না পেরে তাঁকে করে দিয়েছেন পর?


কেউ বলতে পারছেন না, এসব সোনামুখি প্রশ্নের উত্তর!
আমি জানি, কবি এখন কোথায় আছেন!
এই যে বসন্ত তাঁকে, তাঁকে না বলে চলে গেলো  
চৈত্র সংক্রান্তির দিনেও একটি কথাও বলে গেলো না
কবি বসন্ত নিয়ে যে কবিতাটি শুরু করেছিলেন, তা আর শেষ হলো না!


সেই দুঃখে কবি এখন
একটি গোলপাতা গাছের নিচে একলা বসে আছেন!
আবার কবে বসন্ত আসবে
আবার কবে কুমড়ো ফুল ফুটবে
আবার কবে কোকিল গান গাইবে!


কবি তাঁর অসমাপ্ত কবিতাটা লেখা শেষ করবেন!!