জ্বরের ঘোরে পূর্ব-পশ্চিম ঠাহর করতে পারছি না
তবু কবিতা এসে কতো বার যে ডেকে গেলো
তাকে বিমুখও করতে পারছি না!


রাতকানা রাত সেই কখন শুরু হয়েছে
আর শেষ হতে চায় না;  
তালকানা দিন
তবুও সে কিছুটা তাঁরছেঁড়া আলো  
তাহলে শুরু হয়ে যাক প্রাণের কবিতা!  


ঘর ভরা সব আলো নেমে আসুক
একসাথে এসে লিখে দিয়ে যাক কবিতা
আমি জ্বরের ঘোরে চেয়ে চেয়ে দেখবো  
তবুও আমিও কবিতার সাথেই থাকবো!!