কে জানতো অফকফ সিরাপে লুকিয়ে আছে
অষ্টাদশী ঘুমবালিকা, মাত্র দুই চামচে পাতালপুরী থেকে চলে এলো সে!
অতঃপর এক ঘুমে সারারাত পার!
কোনো একটি স্বপ্নও কাছে ঘেঁষার সাহস পায়নি, যাকে বলে
একেবারে মালটোভা ঘুম; সূর্য উঠার আগেই সূর্য জেগে উঠে!
উঠে দেখে শরীরে এক ফোঁটাও জ্বর নেই,
শরীর, মন, মনন সব কিছু ফুরফুরে!
অতঃপর শুরু হয় অনুভূতি দিয়ে অনুভূতি সাজানোর পসরা
একটার পর একটা বিরক্তিকর ট্রেনিং সেশন!


এখন আবার কিছুটা গা গরম!
সন্ধ্যা হতেই ক’দিন ধরে এমনি হয়,
আস্তে আস্তে ঘোর লাগা ভাবটা একটু একটু করে বাড়ছে
যা সর্বাঙ্গে টের পাচ্ছি;  
আর চেয়ে চেয়ে দেখছি সেই অষ্টাদশী ঘুমবালিকা-----!!