একটা কবিতা আকাশ থেকে ছিটকে পড়লো
আমি কুঁড়িয়ে নিলাম!
অতঃপর একটি শঙখচিল এসে আমার হাত
থেকে ছোঁ মেরে ছিনিয়ে নিলো,
আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম;
কিছুই বললাম না
অথবা বলার মতো কিছুই খুঁজে পেলাম না!


কিছুক্ষণ পর শঙখচিলটি ফিরে এলো
তার ভীষণ মন খারাপ,
কবিতাটি আমার মুখের উপর ছুঁড়ে মেরে
দ্রুত স্থান ত্যাগ করলো!
আমি এবারও কিছুই বললাম না
অথবা
বলার মতো কিছুই খুঁজে পেলাম না!


আমি মনে মনে কেবল ভাবতে লাগলাম,
কেনো সে অমন করলো?
এর জন্য কে দায়ী? কবি না কবিতা!
কিছুই বুঝতে পারলাম না!!


ফ্যাল ফ্যাল করে আকাশের পানে তাকিয়ে
রইলাম—–!!