ছেঁড়াফুলটা সন্ধ্যা বাতি জ্বলার আগেই ঘরে ফিরে এসেছিলো
তাও শেষ রক্ষা হয়নি!
একবার ধর্ষিত হয়েছিলো রাতের কাছে
আর এখন ধর্ষিত হলো দিনের কাছে
তার কাছে এখন দিন-রাত সমান,কোনো ইতর-বিশেষ নেই!


অবশ্য সুখ সে পেয়েছিলো
জীবন মৃত্যুর সন্ধিক্ষণের সুখ!  


তার কাছে এখন আর
আহ্নিক গতি,বার্ষিক গতি বলতে কিছুই নেই
কেবল আছে প্রমাদের পর প্রমাদ
মৃত্যু উপত্যাকার হাতছানি!!