গোমড়া মুখে অমন করে কী ভাবছো বসে মাগো?  
এখনও সারারাত জেগে বসে থাকে রাত,
ঘুমহীন বয়ে যায় শৈল প্রপাত, তাকিয়ে দেখো,
এখনও মুছে ফেলতে পেরেছো কি জন্ম দাগ?
একদিকে নির্বিচারে পুড়িয়ে মারে, পেট্রোল বোমা ছুঁড়ে,  
আরেকদিকে নির্বিবাদ
ক্রসফায়ার! মৃত্যুর দুয়ারে মানবতা কেঁদে কেঁদে মরে!  
আর তোমার ছানাবড়া চোখ তাকিয়ে তাকিয়ে
চমৎকার দেখে!!  


এখনও পথের সাথে পথের লড়াই হয়, বিষাদ সিন্ধু
গিলে খায় রক্ত চক্ষু; লকলকে জালি লাউয়ের ডগা
মহাবীর হানিফাকে ভুলে যায়! বীর শহীদদের ভুলে যায়,
যারা একদিন বাঁচিয়েছিলো তোমার আত্নসম্মান!
ভুলে যায় শেকড়ের টান, শিকড়ের সন্ধানে! তুমি
অসাহায় কাঁদতে কাঁদতে তাকিয়ে দেখো, ওই অভাগা
সেও তোমারি নাড়ীছেঁড়া সন্তান!


তাকেও তুমি জন্ম দিয়েছিলে সোনার চামচ মুখে,
সেও অংকুর থেকে মহীরুহ! তোমার কাদা মাটি-জলে!
এখন সে ভূমধ্যসাগর গিলে খায়, তৃষ্ণা মিটে না;
দিনে দিনে বাড়িয়ে নেয় সাত তবক আকাশ, জটাধারী
ইচ্ছেগুলো বিষম খায় রাজপথে;
অতঃপর আবার জল গড়িয়ে যায়, দেয় কিঞ্চিৎ নিঃশ্বাস!
ভিশনের মায়াজালে নেমে আসে স্বর্গের দূত
আর ইচ্ছে মতো বাড়িয়ে নেয় জীবনের মেয়াদ!!