(একটি বাসি কবিতা)


গতকাল জোয়ারের জলে একটি ভালোবাসা ভেসে এসেছিলো,  
আজ তবে সে বুঝি আর নেই?  পালিয়ে গেছে!
বুঝতে পারছি না, কেনো এই অবান্তর প্রশ্নটা মনের ভেতর
কিলবিল করছে! উগড়ে না দেওয়া পর্যন্ত শান্তি মিলল না!


ক'দিন আগে কবিতা দিবসে লিখেছিলাম, কবিতার কোনো
দিবস থাকতে নেই
কবিতার কোনো দিবস হতে পারে না!
আজ আবারও সেই একই কথা লিখেছি, কবির কাছে
কবিতা আর মা আলাদা কিছু নয়!


কিছুতেই বুঝতে পারছি না কেনো কয়েকটি মাত্রাহীন ঘণ্টার  
ফ্রেমে বেঁধে ফেলা হলো শতজনমের ভালোবাসা----?
কেনো, কেনো --------------?  
তবে কি একদিনেই নিঃশেষ গেলো ভালোবাসার ঢেউ?  
তবে কি একদিনেই পরিশোধ হয়ে গেলো শতজনমের দেনা?
তবে কি একদিনেই মায়ের ভালোবাসা হয়ে গেলো গো কেনা?  
প্রশ্নটা ঝরোকায় ছুঁড়ে দিলাম, ইচ্ছে হয় জবাব দিও কেউ!!


আমি তো দেখেছি মা পাখিটার ছলছল চোখ
আমি তো দেখেছি মা পাখিটার দুরু দুরু বুক!


সে বুকে কোনো বন্ধনী চিহ্ন আঁকা নেই
সে চোখে কোনো দিনের কথা লেখা নেই!


তাঁর চোখ, মুখ, বুক  প্রতিদিন, প্রতিক্ষণ একই ভাষায় কথা বলে,  
সেখানে কোনো কালের কথা নেই, কোনো দিবসের সীলমোহর
অঙ্কিত নেই!!