পিতৃ-মাতৃহীন একটা হিজড়া সময় তেলে-বেগুনে জ্বলে উঠেছে
হিজড়াদের যেমন কোনো সমাজ নেই
হিজড়াদের যেমন কোনো সংসার নেই
তারা যেমন করে আইনের কোনো তোয়াক্কা করে না তেমন!


খুউব জানতে ইচ্ছে করে------
প্রসব বেদনায় ছটফট করা মায়ের কান্নার রঙ কী ছিলো?
আর পাঁচটা শিশুর জন্মের মতোই তারও কী নাড় কাটা হয়েছিলো?
আর সে নাড় কাটতে কি ভিন গ্রহ থেকে কেউ এসেছিলো?


তাহলে হিসাব জানতে চাই
সুস্থ, স্বাভাবিক বেশধারী আর কতো হিজড়া এই সমাজে বাস করে?
কেনো তারা চলন্ত বাসে ধর্ষণ করে নিজেকে পুরুষ প্রমাণ করতে চায়?
কেনো কবিতাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়?  
নপুংসক সমাজ চেয়ে চেয়ে দেখে----- তারা হিজড়া নয়?


তা না হলে বন্ধ্যাত্ব ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও নগদান বহির হিসাব
ফিরিয়ে দাও ভূমধ্যসাগরে লাশ হওয়া প্রতিটি লাশের আত্মা
ফিরিয়ে দাও --- ফিরিয়ে দাও--!!


তা না হলে সবাই একযোগে ফিরে আসবে-- হিসাব নেবে হিসাব!!