তবুও সে আসে না কতোদিন---
আমার রাস্তামুখো ঘর রোজই দশ দিগন্ত
খুলে ঘুমায়,
প্রতিরাতেই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এরা শব্দ হয়
অতঃপর
শব্দে শব্দে প্রেম হয়, বাক্য হয়, কবিতা হয়
তবুও সে আসে না!!


অথচ একদিন সে আসতো---
তাঁর দুই হাত ভরা নদ-নদী থাকতো
অর্ধেক তাঁর প্রেম আর অর্ধেক প্রেমাঞ্জলি,
এখনও আমি আগের মতো কলতান শুনি
রোজ রাতেই হাজার প্রেমপত্র লিখি
তবুও সে আসে না
তবুও সে আসে না----!!