নীহারিকা,
তোমাকে দেওয়ার মতো আমার কোনো মন নেই;
যে ছিলো একদিন---
সে আজ নিঃশব্দে হাঁটে, একাই একটা গোটা শহর!


নীহারিকা,
অনেকদিন রঙধনু দেখি না
রঙধনুরাই আমাকে দেখে
আমার কোনো চোখ নেই
আকাশের চোখই এখন আমার চোখ---------!


নীহারিকা,
তুমি বলতে পারো
কোন্‌ দিন জেগে উঠবে আমার হেমন্তের ভোর?
কোন্‌ দিন নিজেকে ফিরে পাবো --ফিরে পাবো
আমার কবিতা লেখার সব গুলো প্রহর-------?