এখনও ভালোবাসা শব্দটি শুনলেই আমার লুল পড়ে
লুল পড়ে পড়ে গড়িয়ে যায়
খাল, বিল, নদীর জন্ম হয়
কোথাও কোথাও সাগর, কোথাও কোথাও মহাসাগর!


কেউ কেউ তাকিয়ে দেখে ঈষৎ তির্যক পাহাড় চোখ
আমিও কম না,
বনের মোষের মতো আমারও আছে বনমালী বুক
এতো সবকিছু যতো খুশি---------- হয় হউক--
কেবল
আর একটি বার ছুঁয়ে দিতে চাই তোমার চিবুক---!!


যে বৃষ্টির ফোঁটা তৃষ্ণার্ত বালুকায় মিশে যায় তাঁর উপর
বিশ্বাস হারিও না
সেও ভালোবাসতে জানে!
অসম এই প্রতিযোগিতায় আমি জিততে শিখিনি
বৃষ্টির ফোঁটার মতো কেবল হারতে শিখেছি!!