বেলা শেষে
শিশিরের কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম
আজন্ম ঘুমকাতুরে তৃতীয় আমি
কখনও সখনো মনে হয় এই গ্রহে ঘুমের চেয়ে
পারিজাত আর কিছু নেই--- যেনো
চলন্ত নৌকার গলুই জুড়ে সমস্ত আকাশ!


আজ কার মুখ দেখে ঘুম ভাঙবে অনেকটা
অনুমিত-ই ছিলো, যুক্তি, বুদ্ধি, তর্ক
শুধু ----------
কেউ জানতো না
বায়ান্ন তাসের চুয়ান্ন খেলা
আসলে তখনও ট্রাম কার্ড বাকি ছিলো!!
=======================
বিঃ দ্রঃ অভিনন্দন ট্র্যাম্প।। কেবল মুখটা একটু সামলাইয়া রাইখো-- ।।