যখনই তোমার কোনো কল পেতাম
তখনই আমি পোষা পাখির মতো উড়ে যেতাম
মা পাখির মতো উষ্ণতা দিয়ে আগলে রাখতাম
তোমার সমস্ত শীতার্ত শরীর!


তোমাকে খুশি করতেই মাঝে মাঝে খুনসুটি হতো
সকাল, বিকাল এবং সন্ধ্যা
কোনো কোনো দিন জ্যান্ত রাতও দিন হয়ে যেতো!


এখন পৃথিবী কতোটা পাল্টে গেছে
তাপমাত্রা হিমাংকের অনেক নিচে
ভুল করেও তোমার কল আর পাই না
আমিও আর কল দিই না-----!


এখন তুমিও মনে মনে হাসো
আমিও মনে মনে হাসি
সমুদ্রের ফেনার মতো সমুদ্রে ভাসি
কোনো কুল – কিনারা পাই না!


অথচ যতোদিন ছিলো প্রয়োজন
ততোদিন ছিলো কতো আয়োজন
তবুও আমি তাকিয়ে থাকি, যদিও ভুলে গেছি অন্তরা
কোনোদিন
যদি কাঁচের বোতলের মতো অভিমান ভাঙে
তবে সেদিন ফিরে এসো মন্তরা----!!