বুক পকেটে সযত্নে লুকিয়ে রেখেছিলাম এক সেদ্ধ
জীবন, চোরা গলিপথে সেও মানিয়ে নিয়েছিলো বেশ;
স্পীড ব্রেকারে মাঝে মাঝে যেমন সড়ক থেমে যায়,
আমার এক সেদ্ধ জীবন সেও তেমনি আহত পাখির
মতো ডানা ঝাঁপটায়, শব্দ নদী খুঁজে ফেরে বর্ণমালা
ভাষা থেকে ভাষা
কেউ কেউ তারে বলে মানুষের সহজাত ভালোবাসা!


আমি তারে ভালোবাসা বলি না
তীর্থের কুটুম পাখি বলি
আত্মিক জীবন ছাপিয়ে যে খুঁজে নেয় যাপিত জীবন
সেখানে সমান জীবিত অথবা মৃত সকল নদীর ভাষা!


একদিন আবশ্যক পরিচয়ে বেড়ে ওঠা খণ্ডিত আশা
সেও এখন গড়াই নদীর মতো নিষ্প্রাণ বিলাসিতা
মাঝে মাঝে তাঁর শত অন্ধকার ডুকরে কেঁদে উঠে
সারাজীবন অনুপযুক্ত খেলার মাঠে, গোলপোস্ট খুঁজে
না; অস্থি সন্ধিমূলে কেবল আবর্তিত হয় জলের ফিতা!


তবুও ভয় নেই বিলুপ্ত প্রজাতির প্রাণী
যখন
আজকাল বালুচরে উড়ে সমস্ত নিষিদ্ধ ভালোবাসা!!