কেউ কেউ সুকুমার মানুষ
কেউ কেউ গ্রানাইট পাথর
আর কেউ কেউ যেখানে যেমন ঠিক তেমন;
সবাই সবখানে ভালো থাকতে পারে না
জল আর তেল, কেউ কেউ পারে-
না শীত
না গরম!


এখনও বুঝে উঠতে পারিনি
আমি কেমন মানুষ, হেমন্ত না বসন্ত;
কোনোরকম লেজেগোবরে বেলা কাটে
আলস্যে চলতে থাকা প্রাকৃত সময়;
নিজেকে অজাতশ্মশ্রু ভেবে এখনও আমি
বাড়িয়ে চলেছি
আহ্নিকগতি এবং বার্ষিকগতির লেনা
কেউ আছো সুকুমার মানুষ ছায়াঘেরা
কেউ আছো
সুদ সমেত কিনে নিবে আমার সকল দেনা!!