অনেকদিন পর আজ নদীর সাথে অনেক কথা হলো
একবার বললো, ভালো আছি
আরেকবার বললো, ভালো নেই!
আমি আর কিছু জানতে চাইনি অন্ধকার মানুষ,
আমি নদী ভালোবাসি
আমি নারীও ভালোবাসি
প্রেমহীন ব্র্যাকেট বন্দি জীবন আমার ভালো লাগে না!!


একদিন বারবার ছুটে যেতাম অরণ্যের রাজদরবার
একদিন বারবার ছুটে যেতাম নদী ও নারী -------
এখন সে নদী নেই, নদীর মতো জীবন্ত প্রেম নেই
এখন সেই নারীও নেই উপমার পর উপমা দিয়ে
সাজানো-গোছানো কেবল রঙিন প্রচ্ছদ আছে
যেখানে সেখানে প্রচ্ছদ প্রজাপতি উড়ে কাগজের ফুল
আর আমার বারবার ভুল হয়---ভুল!!


আমি এখন নদীও চিনি না
নারীও আমাকে চিনে না !!


প্রেমহীন জীবন আমার আজন্ম ভালো লাগে না!!