হাঁটতেছিলাম দৌড়ানোর মতো করে সময়চোর
জটায়ুর মতো আমাকে ঘিরে আছে পৃথিবী অবাক
আমিও মাঝে মাঝে বাক, অবাক, হতবাক!
পাকা রাস্তার পাশেই সমান্তরাল রেললাইন,
অদূরেই ইচ্ছে পাখি ছুঁয়ে দিতে পারি স্কাইলাইন,
ওরা কেউ আমাকে চিনে না ----!!


আমি একদিন ওপথের বাউল পথিক ছিলাম
ভ্রাম্যমাণ বইয়ের দোকান, আমাকে চিনতো পথের
ধুলো, আমাকে চিনতো আসমানির আসমান;
পড়শি গাছ, মেঘলা রোদ, শীতার্তের ছেঁড়া জামা
এখন
ওরা কেউ আমাকে চিনে না প্রযুক্তির প্রোটন!


যেখানে-সেখানে নোঙর ফেলে বসে থাকে
নাগরিক দাঁড়কাক, প্রান্তিক চাষি বলে আর কিছু
নেই বিজ্ঞাপিত সবাক; অনুষঙ্গের পর অনুষঙ্গ আসে
পিঁপড়ার দুঃখ কেউ বুঝে না, যতোটুকু জল অবশিষ্ট
আছে, তাঁর সবটুকু অভিজাত!!


আজ ওরা কেউ আমাকে চিনে না
কাঁটালতা, ঝোপঝাড়, পানের বরজ, ধানের ক্ষেত!!