মাঝে মাঝে পোড়ায় আমার অতীত শরীর
মল্লিকা শুধু জীবন বুঝে, কিন্তু বাণিজ্য বুঝে না!
তবুও রিমঝিম পায়ে একদিন বসন্ত এসেছিলো
চৈত্রচিতে, সেই বসন্তে... আকাশ পুড়েছে
পুড়েছে রূপান্তরিত সভ্যতা; এখন আমার মাঠের
সাথে কথা হয়, কথা হয় দস্যুনদীর সাথে;
অনুচ্ছেদের পর অনুচ্ছেদ পেছনে পড়ে থাকে
ব্যস্ত মহাসড়ক শরীরের গন্ধ শুঁকে দিনে-রাতে!
-----------------